শিরোনাম
যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:০৪
যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীন-বিরোধী বক্তব্য না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং।


তিনি বলেন, চীন সব সময় শান্তিপূর্ণ উন্নয়ন ও আত্মরক্ষামূলক জাতীয় প্রতিরক্ষানীতি অনুসরণ করে। এজন্য ওয়াশিংটনের উচিত নিজের জন্য নয়া শত্রু না খোঁজা।


চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ঘোষিত তথ্য অনুযায়ী ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ৭১৬ বিলিয়ান ডলার অর্থ খরচ কারেছে যা গোটা বিশ্বের মোট সামরিক বাজেটের ৪০ ভাগ। যুক্তরাষ্ট্র বিগত ২৪০ বছরের ইতিহাসে মাত্র ১৬ বছর যুদ্ধ করা থেকে বিরত ছিল। এসব যুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ হয়েছে।


এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছিলেন, ছোট দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ক নীতি প্রণয়নের ক্ষেত্রে চীন ও রাশিয়ার মতো দেশগুলো ভেটো ক্ষমতা অর্জনের চেষ্টা করছে।তিনি সামরিক দিক দিয়ে পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করার জন্য বেইজিংকে অভিযুক্ত করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com