শিরোনাম
সিরিয়া-তুরস্ক ক্রসিংয়ে বিস্ফোরণে নিহত ২৯
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ২১:২০
সিরিয়া-তুরস্ক ক্রসিংয়ে বিস্ফোরণে নিহত ২৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের সঙ্গে সিরিয়র একটি সীমান্ত পারাপার পথে বৃহস্পতিবার একটি শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ২৯ সিরীয় বিদ্রোহী নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যন রাইটস এ খবর জানায়।


সংস্থা জানায়, তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের মধ্যবর্তী আতমি ক্রসিংয়ে এ বিস্ফোরণের কারণ সম্পর্কে তারা পরিষ্কার নয়। এতে প্রায় ২০ জন আহত হয়েছে।


মার্কিন যুক্তরাষ্ট-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স জানায়, সিরীয় বিদ্রোহী ও তাদের তুর্কি মিত্রদের সঙ্গে লড়াইরত জিহাদি গ্রুপ ইসলামিক স্টেট বলেছে, বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ায় ঢোকার সময় ‘খেলাফতের এক সৈনিক’ একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়।


আইএসের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ইসলামপন্থী আহরার আল-শাম গ্রুপের কয়েকজন কমান্ডারও রয়েছে।


তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাতুলিয়া জানায়, আতমি ক্রসিংয়ে সিরীয় বিদ্রোহীদের মধ্যে ‘গার্ড পরির্তনের’ সময় এ বিস্ফোরণ ঘটে। সূত্র: বিবিসি,আল জাজিরা


বিবার্তা/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com