শিরোনাম
পরমাণুবাহী ‘টপল’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ১৬:০০
পরমাণুবাহী ‘টপল’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়া পরমাণুবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘টপল’-এর পরীক্ষা চালিয়েছে। শুক্রবার (২৯নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘টপল’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছে।


ভিডিওতে রাশিয়ার দক্ষিণ আস্ট্রাকানের কাপুস্তিন ইয়ার এলাকায় চালানো ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সফল দাবি করা হয়েছে। খবর স্পুটনিকের।


১৯৯০ সালের শুরুর দিকে টপল-এম কৌশলগত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পদ্ধতিটির বিকাশ লাভ করে। এটি ৮০০ কেটি পরমাণু বহন করতে সক্ষম। যার ধ্বংসাত্মক ক্ষমতা ৮ লাখ টন টিএনটি। জাপানের নাগাসাকিতে ১৯৪৫ সালে বিস্ফোরিত হওয়া পারমাণবিক বোমার চেয়ে ৪০ গুণ শক্তিশালী।


ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি আকাশের দিকে ছোড়া হয়েছে পরে তা মেঘের আড়ালে হারিয়ে যায়। তবে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রটি কাজাখাস্তানে তার লক্ষ্যে আঘাত হেনেছে বলে দাবি করেছে রুশ সেনাবাহিনী।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com