শিরোনাম
আলবেনিয়াকে সাহায্যে করতে মুসলিমদেশগুলোর প্রতি এরদোগানের আহ্বান
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯, ২২:১৩
আলবেনিয়াকে সাহায্যে করতে মুসলিমদেশগুলোর প্রতি এরদোগানের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুসলিম দেশ আলবেনিয়াকে সাহায্যে করতে বিশ্বের সকল মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। বুধবার তিনি এ আহ্বান জানান। খবর ইয়েনি শাফাকের।


মঙ্গলবার আলবেনিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অনন্ত ২১ জন নিহত এবং ৬০০ জন আহত হন। এছাড়া বাড়িঘর-অ্যাপার্টমেন্টসহ দেশটির বহু স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়।


আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর বহু লোক নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।


মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা, ইউএসজিএস বলেছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। বিগত ৩০ বছরের মধ্যে এটিই আলবেনিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com