শিরোনাম
ভারতের কঠোর সমালোচনায় ইমরান খান
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯, ২১:০৮
ভারতের কঠোর সমালোচনায় ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের জমিতে ইসরাইল যেভাবে বসতি স্থাপন করেছে, একইভাবে কাশ্মীরে বসতি স্থাপনই কাশ্মীর সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন নিউইয়র্কে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী। শনিবার নিউইয়র্ক সিটিতে হিন্দু পুরোহিত ও প্রবাসী ভারতীয়দের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, ইসরাইল যেভাবে ফিলিস্তিনি জমিতে বসতি স্থাপন করছে ঠিক একইভাবে ভারত কাশ্মিরীদের জমিতে বসতি স্থাপন করলে কাশ্মির সংকট সমাধান হবে। কারণ আমাদের সামনে ইতিমধ্যে একটি অনুকরণীয় দৃষ্টান্ত রয়েছে…যদি ইসরাইলি জনগণ পারে…।


জম্মু-কাশ্মীরে ‘ইসরাইলি ধাঁচে’ বসতি নির্মাণের ভারতীয় এ আহ্বানকে ‘ফ্যাসিবাদী’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসরান খান। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।


বুধবার (২৭নভেম্বর) এক বিবৃতিতে পাক প্রধানমন্ত্রী বলেন, প্রায় ১০০ দিন অবরুদ্ধ কাশ্মীরে ভারত সরকার আরএসএসের ফ্যাসিবাদী আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। প্রকাশ হয়ে গেলো ভারতীয় সরকারের আরএসএস মতাদর্শের ফ্যাসিবাদী মানসিকতা।


তিনি বলেন, কাশ্মীরীদের মানবাধিকারের চরম লঙ্ঘন হলেও শক্তিধর দেশগুলো এখনো তাদের বাণিজ্যিক স্বার্থে নীরবতা পালন করছে।যা অত্যন্ত দুঃখজনক।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com