শিরোনাম
কাতারের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করছে তুরস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৯, ১৭:১৩
কাতারের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাতার সফররত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান দোহার সাথে আঙ্কারার সামরিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।


তিনি বলেন, তুরস্ক-কাতার যৌথভাবে সামরিক ঘাঁটি নির্মাণ এবং পরিচালনার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করবে। খবর ইয়েনি শাফাকের।


দোহা সফরকালে এরদোগান সেখানে নতুন নির্মিত তুরস্কের একটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেন এবং সেখানে তুর্কি সেনাদের সঙ্গে বৈঠক করেন।


তুর্কি এ ঘাঁটিতে ৫,০০০ সেনা মোতায়েন রাখা সম্ভব। কাতারে তুরস্কের সেনা কমান্ডকে প্রেসিডেন্ট এরদোগান ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সংহতি ও আন্তরিকতার প্রতীক বলে উল্লেখ করেন।


এরদোগান বলেন, আমরা কখনো হুমকি ও ঝুঁকির মুখে আমাদের বন্ধুদেরকে একা ছেড়ে যায় নি এবং কখনো একা ফেলে যাব না।


এর মধ্যদিয়ে দৃশ্যত এরদোগান ২০১৭ সালের আঙ্কারার অবস্থানকে তুলে ধরলেন। ওই বছরের জুন মাসে সৌদি আরব এবং আরো কয়েকটি মিত্রদেশ মিলে কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করে। তখন তুরস্ক কাতারের পাশে দাঁড়ায় এবং ইরান ও তুরস্ক মিলে কাতারকে ব্যাপকভাবে খাদ্য সহায়তা দেয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com