শিরোনাম
কাশ্মীরে বড় ধরণের অভিযানের প্রস্তুতি, বিশেষ বাহিনী মোতায়েন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯, ১৯:১১
কাশ্মীরে বড় ধরণের অভিযানের প্রস্তুতি, বিশেষ বাহিনী মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জম্মু-কাশ্মীরে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারত। উপত্যকাটিতে যৌথ অভিযান পরিচালনা করতে ইতিমধ্যে সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স, নৌ ও বিমানবাহিনীর বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫নভেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটি সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।


ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবগঠিত সশস্ত্র বাহিনী বিশেষ অপারেশন বিভাগের (এএফএসওড) অধীনে কাশ্মীর উপত্যকায় ভারতীয় বিমানবাহিনীর গৌড় বাহিনীকে মোতায়েন করা হচ্ছে।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এ তিনটি বাহিনীর সমন্বয়ে সম্প্রতি গঠন করা হয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন। প্রথমবারের মতো এ ডিভিশনকে কাশ্মীরে নিয়োগ করা হচ্ছে।


সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স, নেভির মেরিন কম্যান্ডোস এবং এয়ার ফোর্সের গৌড় বাহিনীর সমন্বয়ে গঠিত স্পেশাল অপারেশন ডিভিশন ইতিমধ্যে শ্রীনগরের কাছে বিশেষ কিছু এলাকায় শুরু করেছে।


গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই থমথমে অবস্থা গোটা উপত্যকার। জম্মু-কাশ্মীরকে একরকম অবরুদ্ধ অবস্থায় রেখেছে মোদি সরকার।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com