শিরোনাম
ইরানে গুলিতে নিহত ১০৬
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১৫:২৬
ইরানে গুলিতে নিহত ১০৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানে চলমান বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গত এক সপ্তাহে ১০৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিক্ষোভকারীদের জমায়েতে ভবনের ছাদ থেকে গুলি চালায় স্নাইপাররা। খবর রয়টার্সের।


রয়টার্স জানায়, ২১টি শহরে বিক্ষোভের সময় অন্তত ১০৬ জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে। কিছু কিছু খবরে নিহতের সংখ্যা ২০০ জনের মতো বলে জানা গেছে।
গত ১৫ নভেম্বর ইরানি কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে সেদিন থেকেই বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত দু’জন নিহত হন। রাস্তা অবরোধ ছাড়াও বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।


এদিকে রবিবার (১৭ নভেম্বর) বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com