শিরোনাম
পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান(ভিডিও)
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১৮:৪৬
পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান(ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার (১৮নভেম্বর) পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র শাহীন-১ এর সফল পরীক্ষা চালায় ইসলামাবাদ। খবর ডন অনলাইনের।


পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। এর উদ্দেশ্য হল সেনা কৌশলগত কমান্ড বাহিনীর অভিযানের প্রস্তুতি পরীক্ষা করা। ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণ যোগ্য পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র শাহীন-১ তার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ৬৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে।


এদিকে সোমবার পাকিস্তান সামরিক বাহিনী আইএসপিআরের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে সব ধরনের পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম শাহীন-১ এর পরীক্ষার ভিডিও প্রকাশ করেন। এ নিয়ে চলতি বছরে চারবার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান।


ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-


বিবার্তা।/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com