শিরোনাম
১৩ হাজার ফুট উঁচুতে প্রাচীন শহর
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১১:৩১
১৩ হাজার ফুট উঁচুতে প্রাচীন শহর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইনকা সভ্যতার আরেকটি প্রাচীন শহরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এই শহর ইনকাদেরই ব্যবহৃত ‘মাচুপিচু’ থেকে আরো পাঁচ হাজার ফুট উঁচুতে অবস্থিত। সম্প্রতি পেরুর আন্দিজ পর্বতমালায় ১৩ হাজার ফুট উঁচুতে প্রাচীন এই শহরের খোঁজ মেলে। এত উচ্চতায় কীভাবে মানুষ বসবাস করত তা ভাবিয়ে তুলেছে ইতিহাসবিদদের।


ন্যাশনাল জিয়োগ্রাফিকের বিজ্ঞানী অ্যালবার্ট লিন, প্রত্নতাত্ত্বিক আদান চকি এবং থমাস হার্ডির যৌথ প্রয়াসে লাইট ডিটেকশন, লেজার এবং রেঞ্জিং প্রযুক্তি ব্যবহার করে এই শহরের সন্ধান পাওয়া যায়। এখানে যাতায়াত করা খুবই দুরূহ। বড় গাছ নেই, শুধু পাহাড়ের মাথাটা ঝোপঝাড়ে ভর্তি। এমন পরিস্থিতিতে সূর্যের তাপ সহ্য করা খুব কষ্টকর। এখানে স্তম্ভ, বসবাসের ঘর এবং বড় প্রাচীরের মতো দেয়ালের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।


ইতিহাসবিদদের অনুমান, মাচুপিচু শহর গড়ে ওঠার আগে এটাই ছিল ইনকাদের বাসস্থান।


এই শহরকে তাই ইনকা পূর্ববর্তী সভ্যতা বলছেন ইতিহাসবিদরা। তবে মাচুপিচুর ঠিক কত বছর আগে এই শহর গড়ে উঠেছিল তা এখনো নির্ণয় করা যায়নি। পেরুর মাচুপিচু শহর গড়ে উঠতে শুরু করে ১৪৫০ সাল নাগাদ। গুটি বসন্ত মহামারী ছড়িয়ে পড়ায় প্রায় ৮০ বছর ব্যবহারের পর শহরটি পরিত্যক্ত হয়। আনন্দবাজার।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com