শিরোনাম
শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯, ১০:৪২
শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে মোট প্রার্থী ৩৫ জন। তবে প্রতিদ্বন্দ্বিতা হবে গোটাবায়ে রাজাপক্ষ ও সাজিথ প্রেমাদাসার মধ্যে। নির্বাচনে অংশ নিচ্ছেন না বর্তমান প্রেসিডেন্ট মাহিথ্রিপালা সিরিসেনা।


শনিবার (১৬ নভেম্বর) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। মোট ২২টি নির্বাচনি জেলার ১২৮৪৫টি বুথে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন শ্রীলংকার নাগরিকরা। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা আনুমানিক ১ কোটি ৬০ লাখ।


ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)-এর সাজিথ প্রেমাদাসা এবং বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট বা পোদুজানা পেরামুনা পার্টি (এসএলপিপি)-এর গোটাবায়া রাজাপক্ষের মধ্যে ভালো লড়াই হতে পারে।


মাহিথ্রিপালা সিরিসেনার শ্রীলংকা ফ্রিডম পার্টি (এসএলএফপি) রাজাপক্ষকে সমর্থন দিচ্ছে। অপরদিকে প্রধানমন্ত্রী রণিল বিক্রমসিংহে রয়েছেন তার দলের প্রার্থী সাজিথ প্রেমাদাসার পক্ষে।


ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে শ্রীলঙ্কার নির্বাচন নিয়ে ভারত ও চীনের মাথাব্যথা রয়েছে। সাজিথ প্রেমাদাসা দিল্লি ও গোটাবায়া রাজাপক্ষ বেইজিংপন্থি হিসেবে পরিচিত।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com