শিরোনাম
যুক্তরাষ্ট্র-ব্রিটেনকে সতর্ক করলো চীন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ২০:২৮
যুক্তরাষ্ট্র-ব্রিটেনকে সতর্ক করলো চীন
আন্তর্জতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে সর্তক করেছে চীন।


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে বেইজিং তা সহ্য করবে না। খবর ইয়েনি শাফাকের।


তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যদি সহিংসতা বিরোধী হতো তাহলে তারা হংকংয়ের বিক্ষোভকারীদের অমানবিক সহিংস আচরণের নিন্দা জানাতো। কিন্তু তারা তা না করে বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে যাচ্ছে।


তিনি বলেন, আমেরিকা ও ব্রিটেন যদি হংকংয়ের বিক্ষোভকারীদের নিন্দা না জানায় তাহলে ধরে নেয়া হবে যে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে ওই দুই দেশের গোপন কোনো দুরভিসন্ধি রয়েছে।


প্রসঙ্গত, প্রায় পাঁচ মাস আগে হংকংয়ের পার্লামেন্টে একটি বিল পাস হয় যাতে বলা হয়, সেখানকার অপরাধীদেরকে চীন সরকারের কাছে হস্তান্তর করা যাবে। ওই বিল পাস হওয়ার পরপরই হংকংয়ে চীন বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে বিলটি প্রত্যাহার করে নেয়ার পরও বিক্ষোভ অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com