
আইএস প্রধান আবু বকর আল বাগদাদি কোথাও লুকিয়ে আছেন বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।রাশিয়ান নিউজ চ্যানেল রাশা টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বাশার আল-আসাদ বলেন, বাগদাদিকে হত্যার খবর প্রচার একটি ‘ফাঁদ’। কারণ মার্কিন নীতির সঙ্গে হলিউডের সিনেমার কোনো পার্থক্য নেই।
তিনি বলেন, বাগদাদিকে অপহরণ করা হয়েছে অথবা সে কোথাও লুকিয়ে আছে অথবা অপারেশন করে তার মুখায়ব পরিবর্তন করে ফেলা হয়েছে।
এদিকে বাগদাদিকে বারবার নিহত হওয়ার ঘোষণা দেয়ায় যুক্তরাষ্ট্রকে নিয়ে উপহাস করেছে রাশিয়া। এমনকি সর্বশেষ বাগদাদি নিহত হওয়ার যে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন তা নিয়েও সন্দেহ মস্কোর।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]