শিরোনাম
বাগদাদির বোনকে আটক করেছে তুরস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৯, ১১:১০
বাগদাদির বোনকে আটক করেছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রয়াত নেতা আবু বকর আল বাগদাদির বোনকে আটক করেছে তুরস্ক।


সোমবার (৪ নভেম্বর) সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহর থেকে বাগদাদির বোন রাসমিয়া আওয়াদকে (৬৫) আটক করা হয়েছে বলে এক শীর্ষ তুর্কি কর্মকর্তা নিশ্চিত করেছেন।


রাসমিয়া আওয়াদের স্বামী এবং তার ছেলের বউকে নিরাপত্তা বাহিনী জিজ্ঞাসাবাদ করছে বলেও জানানো হয়েছে। রাসমিয়াকে যখন আটক করা হয় তখন তার সঙ্গে তার পাঁচ সন্তান ছিলেন।


তুরস্কের ওই শীর্ষ কর্মকর্তা বলেন, বাগদাদির বোনের কাছ থেকে আমরা আইএসের ভেতরকার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব বলে আশা করছি।


গত মাসে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানের সময় আত্মঘাতী হন বাগদাদি। এরপর গত বৃহস্পতিবার আইএসের তরফ থেকে তাদের নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারও হুমকি দেয়া হয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com