শিরোনাম
সিরিয়ার উত্তরাঞ্চলে সাঁজোয়া যানসহ সেনা মোতায়েন রাশিয়ার
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ২১:১৩
সিরিয়ার উত্তরাঞ্চলে সাঁজোয়া যানসহ সেনা মোতায়েন রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার উত্তরাঞ্চলে ২০টি সাঁজোয়া যান এবং ৩০০ সেনা মোতায়েন করেছে রাশিয়া। রুশ সামরিক পুলিশ তুরস্কের সঙ্গে উত্তর সিরিয়ার সীমান্তে টহল দিচ্ছে। খবর ফার্স নিউজের।


রুশ সামরিক বাহিনী প্রতিদিন এ অঞ্চলে গড়ে অন্তত ১০টি আবাসিক এলাকা অতিক্রম করবে। পাঁচ ঘণ্টায় প্রায় দেড়শ' কিলোমিটার এলাকায় তারা টহল দেবে এবং প্রতিটি নিয়ন্ত্রণ কেন্দ্রে টহল বাহিনীকে রিপোর্ট করতে হবে।


এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সিরিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যকার সাম্প্রতিক সোচি সমঝোতা ‘সাময়িক’ বলে মন্তব্য করেছেন।


তিনি বলেন, মার্কিন হস্তক্ষেপ রোধ করা এবং উত্তর সিরিয়ায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা অঞ্চল গঠন করার জার্মান পরিকল্পনা প্রতিহত করার উদ্দেশ্যে রাশিয়ার সোচি শহরে আঙ্কারা ও মস্কোর মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।


সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, রাজনৈতিক উপায়ে সংকটের সমাধান করা সম্ভব না হলে যুদ্ধের মাধ্যমে বিষয়টির ফয়সালা করা হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com