শিরোনাম
কলকাতার আকাশে যুদ্ধবিমানের মহড়া!
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৯, ১৫:৫৬
কলকাতার আকাশে যুদ্ধবিমানের মহড়া!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৃহস্পতিবার ভোর হতেই কলকাতার আকাশে ভারতীয় যুদ্ধবিমানের মহড়া চোখে পড়ে সবার। এক যুদ্ধবিমান আরেক যুদ্ধবিমানকে তাড়া করছে।


কলকাতার দমদম বিমানবন্দর থেকে ওই যুদ্ধবিমানগুলোকে উড়তে দেখা গেছে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কীভাবে তা মোকাবিলা করা হবে তারই মহড়া হয়েছে।


সকালে কলকাতার আকাশে যুদ্ধবিমানের মহড়া চালিয়েছে বিমান বাহিনী। গত বুধবারই কলকাতায় তিনটি যুদ্ধবিমান আনা হয়। এরপর বৃহস্পতিবার সকালে দমদম এয়ারপোর্ট থেকে ওড়ে বিমানগুলো। ঠিক যে সময়ে অন্যান্য বিমান ওড়ে এই বিমানবন্দর থেকে তখনই এ মহড়া চালানো হয়। যে কোনো পরিস্থিতিতে শত্রুদের মোকাবিলা করা কতটা সম্ভব, সেটা দেখতেই এ মহড়া হয়েছে।


জানা যায়, বিমান বাহিনীর ‘ইস্টার্ন এয়ার কমান্ড’ এ মহড়া চালাচ্ছে। মূলত জঙ্গি হামলা হলে ব্যস্ত এয়ারফিল্ড থেকে কীভাবে অপারেশন চালানো হবে, সেটা ঝালাই করে নিতেই এ মহড়া। সাধারণ মানুষকে কীভাবে সাহায্য করা হবে সেটাও যাচাই করে দেখা হবে।


যেসব এয়ারপোর্টে এ মহড়া চলবে, সেগুলো হলো- ডিমাপুর (অরুণাচল প্রদেশ), পাসিঘাট (অরুণাচল প্রদেশ), ইম্ফল (মনিপুর), গুয়াহাটি (অসম), কলকাতা (পশ্চিমবঙ্গ), অন্ডাল (পশ্চিমবঙ্গ)। এ বিমানবন্দর থেকে ওড়ানো হবে সুখোই-৩০ এমকেআই, হক এমকে ১৩২ -র মতো যুদ্ধবিমান।


ইস্টার্ন এয়ার কমান্ডের উইং কমান্ডের মুখপাত্র রত্নাকর সিং জানান, দুটি বিভাগে ভাগ করে হবে এ মহড়া। প্রথম পর্যায়ে মহড়া চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের মহড়া চলবে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।


বেসামরিক বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কীভাবে এসব বিমানবন্দর থেকে জঙ্গি হামলার মোকাবিলা করবে, সেটা এ মহড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com