শিরোনাম
এরদোগানকে রাজি করাতে যা করছেন ট্রাম্প
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৯:৪৪
এরদোগানকে রাজি করাতে যা করছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, সন্ত্রাসবিরোধী অভিযানের ক্ষেত্রে কারো হুমকির তোয়াক্কা করবে না আঙ্কারা।


এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোন্ড ট্রাম্প এরদোগানকে রাজি করাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তুরস্ক পাঠাচ্ছেন।খবর ডেইলি সাবহ’র।


মঙ্গলবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউজে ট্রাম্প জানান, বুধবার (১৬ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-কে নিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তুরস্ক সফরে যাবেন। তারা তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবেন।


হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার চেষ্টা এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করার লক্ষ্যে বৃহস্পতিবার প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন।


বিবৃতিতে আরো বলা হয়, তুরস্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা তুলবেন। তিনি সমঝোতার শর্তগুলোও তুলে ধরবেন।


এদিকে প্রেসিডেন্ট এরদোগানকে ফোনে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা সিরিয়া সংঘাত নিয়েও আলোচনা করেন।


মঙ্গলবার (১৫ অক্টোবর) পুতিনের কার্যালয়ের এক বিবৃতিতের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যত দ্রুত সম্ভব এরদোগানকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। জবাবে এরদোগান সেই আমন্ত্রণ গ্রহণ করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com