শিরোনাম
ট্রাম্প-পুতিনকে পাত্তাই দিচ্ছেন না এরদোগান
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:০৪
ট্রাম্প-পুতিনকে পাত্তাই দিচ্ছেন না এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ায় তুরস্কের অভিযান বন্ধ করতে বিশ্বের অনেক দেশ আঙ্কারার প্রতি আহ্বান জানাচ্ছে। এর মধ্যে বিশ্বের দুই শক্তিশালি রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং রাশিয়াও রয়েছে। কিন্তু কারো কোন তোয়াক্কা করছে না তুরস্ক।


যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করে সিরিয়ার উত্তরাঞ্চলে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এজন্য তুরস্ককে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।খবর ডেইলি সাবাহর।


সিরিয়ায় তুর্কি অভিযান স্থগিতের আহ্বান জানিয়েছে রাশিয়া।


রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, তারা তুর্কি এবং সিরীয় বাহিনীর মধ্যে কোনো ধরনের সংঘর্ষ ঘটতে দেবে না।


সিরিয়ায় মস্কোর বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরেন্টিভ বলেন, এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এটা অবশ্যই মেনে নেব না।


এর জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, সন্ত্রাসবিরোধী অভিযানের ক্ষেত্রে কারও হুমকি তোয়াক্কা করবে না আঙ্কারা।


তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মানবিজ থেকে ইরাক সীমান্ত পর্যন্ত নিরাপদ এলাকা নিশ্চিত করবো আমরা। যাতে কোরে কয়েক লাখ সিরীয় শরণার্থী নিরাপদে দেশে ফিরতে পারে।


এদিকে, হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তুর্কি অভিযানের তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়ায় সামরিক অভিযান বন্ধ না করলে আঙ্কারার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেবে ওয়াশিংটন।


ট্রাম্প বলেন, তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছি। এরপরও তারা যদি আগ্রাসন চালিয়ে যায় তাহলে আরো বিকল্প পরিকল্পনা আমাদের মাথায় আছে। যুক্তরাষ্ট্রে তারা যে ইস্পাত রপ্তানি করে তা বন্ধের বিষয়টিও ভেবে দেখা হবে।


এদিকে তুরস্কের ওপন নিষিধাজ্ঞা জারি করেছে ইইউ। এর জবাবে এরদোগান বলেছেন ইউরোপিয়ান দেন আগ্রাসি জবাব দেবে তুরস্ক।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com