শিরোনাম
তুরস্কের অভিযান নিয়ে উদ্বিগ্ন ভারত
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১৯:০৩
তুরস্কের অভিযান নিয়ে উদ্বিগ্ন ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।


শুক্রবার (১১ অক্টোবর) ভারতের পররাষ্ট্রমন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ায় তুরস্কের অভিযানের কারণে ওই এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হবে। এই অভিযান এখনই বন্ধ না হলে সিরিয়ায় আরো বড় ধরনের সংকট নেমে আসতে পারে বলে আশঙ্কা করতে ভারত। খবর আনন্দবাজার পত্রিকার।


ভারতের পররাষ্ট্রমন্ত্রনালয় আরো বলেছে, সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে তুরস্ককে সংযত হতে হবে। প্রয়োজনে সব পক্ষকে আলোচনার টেবিলে বসতে হবে।


হঠাৎ তুরস্কের বিষয়ে ভারতের নাক গলানো নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। কূটনীতিকরা মনে করছেন, এর পিছনেও রয়েছে ‘কাশ্মীর’। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে তুরস্ক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে প্রশ্ন তুলেছিল।


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছিলেন, কাশ্মিরে ভারত যে পদক্ষেপ নিয়েছে তা অন্যায়।


সাথে সাথে ভারত পাল্টা বিবৃতি বলেছিলো, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যে বরদাস্ত করা হবে না।


এর আগে ২০১৭ সালে কাশ্মীর নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। ভারত সাথে সাথেই তা নাকচ করে দিয়েছিলো।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com