শিরোনাম
কাশ্মীরিদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ১৬:১৮
কাশ্মীরিদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাশ্মীরিদের মনে করিয়ে দিতে চাই, তারা একা নন, আমরাও তাদের সঙ্গে আছি বলে মন্তব্য করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস। খবর দ্য ডনের।


প্রয়োজনে ভারতে হস্তক্ষেপ করবো উল্লেখ করে তিনি বলেন, আমরা কাশ্মীর সমস্যা সমাধানের একটি পথ খুঁজছি। ৩৭০ ধারা বাতিল করে ভারত অন্যায় করেছে, এটি মেনে নেয়া যায় না।


এ নিয়ে তিন মার্কিন সিনেটর ও প্রেসিডেন্ট প্রার্থী কাশ্মীরিদের পক্ষে কথা বললেন। কমলা হ্যারিসের আগে ডেমোক্র্যাট দলের অপর দুই প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যানডার্স ও এলিজাবেথ ওয়ারেনও কাশ্মীর নিয়ে কথা বলেছেন।


এদিকে জম্মু-কাশ্মীর থেকে যুবকদের ধরে পাঠানো হচ্ছে অন্য রাজ্যের কারাগারে। সঙ্গে জুড়ে দেয়া হচ্ছে বিচ্ছিন্নতাবাদী তকমা। খবর রয়টার্সের।


১৯ বছরের ওজাইর মাকবুল মালিক পেশায় নির্মাণ শ্রমিক এবং নাজির আহমেদ রঙ্গা শ্রীনগরের প্রখ্যাত এক আইনজীবী। দুজনকেই আটক করে ভারতীয় সেনাবহরে হামলার অভিযোগ এনে বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগিয়ে কারাগারে পাঠানো হয়।


এভাবে বিনা অপরাধে গত দুই মাস ধরে কাশ্মীরি যুবকদের আটক করে দূরের রাজ্যগুলোতে পাঠানো হচ্ছে।


এদের মধ্যে ৩০০ জনকে ধরা হয়েছে জননিরাপত্তা আইনে। এ আইনে একজনকে আদালতের অনুমতি ছাড়াই দুই বছর আটক রাখার বিধান আছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com