শিরোনাম
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয় : উ. কোরিয়া
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১৫:০৯
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয় : উ. কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘বিদ্বেষ নীতি’ না ছাড়লে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে উত্তর কোরিয়া। সুইডেনের রাজধানী স্টকহোমে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা ভেঙে যাওয়ার একদিন পর গতকাল রবিবার (৬ অক্টোবর) এ ঘোষণা দিল পিয়ংইয়ং। সংবাদমাধ্যম সিএনএ ওই খবর জানিয়েছে।


উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র যদি ঘৃণা উদ্রেককারী আচরণ ত্যাগ করার জন্য পদক্ষেপ না নেয়, তাহলে বিদ্বেষমূলক আলোচনা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা পিয়ংইয়ংয়ের নেই। যুক্তরাষ্ট্রকে এ ধরনের আচরণ পরিহার করার জন্য চলতি বছরের শেষ পর্যন্ত সময় দেয়া হয়েছে বলেও জানান ওই মুখপাত্র।


তিনি বলেন, ‘উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনার ভাগ্য এখন ওয়াশিংটনের হাতে। আর এ জন্য চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত সময় দেয়া হলো।’


স্টকহোম আলোচনা ভেঙে যায়নি এবং দুই সপ্তাহ পর আবার দুই দেশের কর্মকর্তারা আলোচনায় বসবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে ঘোষণা দিয়েছে তা প্রত্যাখ্যান করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ভিত্তিহীন গল্প প্রচার করছে। দেশটির বিদ্বেষমূলক আচরণের জন্য দুই দেশের সম্পর্কে যে ঘৃণা তৈরি হয়েছে, তা দুই সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব নয়।’


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com