শিরোনাম
ধর্ষণকাণ্ডে নেপালের সাবেক স্পিকার গ্রেফতার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১৪:০৫
ধর্ষণকাণ্ডে নেপালের সাবেক স্পিকার গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পার্লামেন্ট সচিবালয়ের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের পুলিশ দেশটির সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেফতার করেছে।


কাঠমান্ডুর একটি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে গত রবিবার তাকে আটক করা হয়। খবর বিবিসি জানিয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও বিরোধীদের তুমুল সমালোচনার মধ্যে গত মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষের এ স্পিকার পদত্যাগ করেছিলেন।


মাহারা গত ২৯ সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় বাসায় গিয়ে ওই নারী কর্মীকে লাহ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।


স্থানীয় গণমাধ্যমকে পার্লামেন্ট সচিবালয়ের ওই কর্মী বলেন, এরকম কিছু ঘটবে-এমনটা আমি ভাবিনি। তিনি জোর করছিলেন, আমি যখন পুলিশ ডাকার কথা বলি তখন তিনি চলে যান।


তবে সাবেক মাওবাদী বিদ্রোহী মাহারা তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছেন। যে শান্তি আলোচনার মাধ্যমে ২০০৬ সালে নেপাল দশককালের গৃহযুদ্ধের সমাপ্তি টেনেছিল, মাহারা ওই আলোচনায় মাওবাদী বিদ্রোহী অংশের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন।


২০১৭ সালের নির্বাচনে কট্টর ও মধ্যপন্থি কমিউনিস্ট দলগুলোর জোট থেকে সাংসদ ও পরে স্পিকার হয়েছিলেন তিনি। গত মঙ্গলবার পদত্যাগের সময় তিনি জানান, ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থেই তিনি পদ ছেড়ে দিচ্ছেন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com