শিরোনাম
সিরিয়ায় সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১৯:৪৭
সিরিয়ায় সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক। কুর্দি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এ বহর পাঠানো হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের ঘোষণার পরপরই শনিবার ( ৫ অক্টোবর) সামরিক সরঞ্জাম পৌঁছেছে সিরিয়ায়। খবর ইয়েনি শাফাকের।


সম্প্রতি এরদোগান অভিযোগ করে বলেন, সিরিয়া-তুরস্ক সীমান্তে অবস্থানরত কুর্দি যোদ্ধাদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তাই সিরিয়ার ফোরাত নদীর পূর্ব দিকে সামরিক অভিযান চালাবে তুরস্ক।


যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটক ফোর্স- এস.ডি.এফ ওই অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছে। সেখানে কোন অভিযান চালানো হলে তার উপযুক্ত জবাব দেয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে কুর্দিরা।


এদিকে সাইপ্রাস উপকূলে তেল ও গ্যাসের জন্য মহড়া না দিতে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৫ অক্টোবর) সেই সতর্কবার্তা পাঠানো হয়েছে আঙ্কারাকে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com