শিরোনাম
কাশ্মীরে ডিসি অফিসে গ্রেনেড হামলা, আহত ১৪
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১২:৫১
কাশ্মীরে ডিসি অফিসে গ্রেনেড হামলা, আহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাশ্মীরের অনন্তনাগে ডিসি অফিসের সামনে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে পুলিশসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।


অনন্তনাগের পুলিশের বরাতে টাইস অব ইন্ডিয়া জানায়, শনিবার (৫ অক্টোবর) সকালে ভারতনিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিসের সামনে শক্তিশালী গ্রেনেড হামলা হয়।


তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। এ হামলার পর পরই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এ হামলায় অনন্ত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক ট্রাফিক পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।


অনন্তনাগের প্রশাসনিক ভবন থেকে জানানো হয়েছে, কঠোর নিরাপত্তাবলয়ে ডিসি অফিসের নিরাপত্তাচৌকির সামনে বেলা ১১টার দিকে সন্ত্রাসীরা এ গ্রেনেড হামলা চালায়।


তবে নির্দিষ্ট লক্ষ্যে গ্রেনেড নিক্ষেপ করতে ব্যর্থ হয়েছে সন্ত্রাসীরা। যে কারণে প্রশাসনিক ভবনের রাস্তার পাশেই গ্রেনেডটি বিস্ফোরিত হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে স্থানীয় এক সাংবাদিক ও এক ট্রাফিক পুলিশসহ ১৪ ব্যক্তি আহত হয়েছেন।


ইতিমধ্যে আহতদের ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল। বাকি একজনকে ছাড়া না হলেও তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর দ্বিতীয়বারের মতো গ্রেনেড হামলা চালানো হয় বলে মন্তব্য করা হয়েছে প্রশাসনিক ভবন থেকে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com