শিরোনাম
কাশ্মীরিদের পক্ষে দাঁড়িয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য কর্টেজ
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৯, ২১:০১
কাশ্মীরিদের পক্ষে দাঁড়িয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য কর্টেজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের নারী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরিদের পক্ষে সংহতি জানিয়েছেন।


এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা কাশ্মীরিদের মানবিক মর্যাদার পক্ষে দাঁড়িয়েছি। যার মধ্যে রয়েছে তাদের গণতন্ত্র, সাম্যতা এবং সবার জন্য মানবাধিকার। চলমান অবরুদ্ধতা অবশ্যই শেষ করতে হবে। খবর ইয়েনি শাফাকের।


কাশ্মিরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সেখানে যোগযোগ বিচ্ছিন্ন ও জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে।


চলতি বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। এর পরে ওই অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করে। ফলে কার্যত বন্দি হয়ে পড়েন উপত্যাকার মানুষ। সেখানে দীর্ঘদিন ধরে কারফিউ জারি করা হয়। ফলে সেখানে মানবিক সংকট দেখা দিয়েছে।


এদিকে ভারতের সংবিধান থেকে কেন হঠাৎ করে ৩৭০ ধারা বাতিল করা হলো তা জানাতে দেশটির সরকারকে ৮ সপ্তাহ সময় দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।


একই সঙ্গে এ বিষয়ে নতুন করে কোনো পিটিশন দায়েরের ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের পাঁচ বিচাপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার (১ অক্টোবর) এ আদেশ দেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com