শিরোনাম
জাতিসংঘে কাশ্মীরিদের পক্ষে কথা বললেন এরদোগান
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৫
জাতিসংঘে কাশ্মীরিদের  পক্ষে কথা বললেন এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবিক সংকট ও মানবাধিকারের বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি কাশ্মীর ইস্যুটি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন। খবর আনাদলু’র।


কাশ্মীরি মানুষ খাঁচাবন্দি উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের রেজুলেশন থাকা সত্ত্বেও বিগত ৭২ বছরে কাশ্মীর সংকটের কোনো সুরাহা করা যায়নি। গত ৫০ দিন যাবত উপত্যকাটিতে কারফিউর কারণে সেখানকার মানুষ অবরুদ্ধ জীবনযাপন করছে।


তিনি বলেন, কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধি থেকে আলাদা করা যাবে না। এজন্য কাশ্মীর সংটক সমাধানে ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসতে হবে।


তিনি বলেন, কাশ্মীরি জনগণকে তাদের পাকিস্তান ও ভারতীয় প্রতিবেশীদের সঙ্গে একসঙ্গে সুরক্ষিত ভবিষ্যতের দিকে নজর দিতে হবে। সংলাপের মাধ্যমে ন্যায়বিচারের ভিত্তিতে সমস্যাটি সমাধান করা জরুরি।


এদিকে কাশ্মীরের পক্ষে জাতিসংঘে কথা বলার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।


এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার জন্য তুরস্ক কারো হুমকির তোয়াক্কা করে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান। যুক্তরাষ্ট্রে তুর্কি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারিদ দেন।


ফিলিস্তিন ইস্যুতে আমরা কোনো হুমকির তোয়াক্কা করি না উল্লেখ করে মুসলিম বিশ্বের জনপ্রিয় এই নেতা বলেন, আল আকসার বিষয়টি শুধুমাত্র ফিলিস্তিনি মুসলিমদের জন্য নয় বরং বিশ্বের সব মুসলিমের জন্য সম্মান ও মর্যাদার প্রতীক। কারণ এটা আমাদের প্রথম কিবলা।।


তুর্কি প্রেসিডেন্ট বলেন, জেরুজালেম ইস্যুকে তুরস্ক ‘রেড সিগন্যাল’ হিসেবে বিবেচনা করে। তুরস্ক বিশ্বাস করে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা থেকে পিছিয়ে হওয়ার অর্থ হল, মানবিক মূল্যবোধ, ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠা থেকে বিরত থাকা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com