শিরোনাম
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিমান বাহিনীর যুদ্ধবিমান মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছে। মধ্যপ্রদেশের গোয়ালিওর শহরের কাছে সকাল ১০টার দিকে প্রশিক্ষণের ওই বিমানটি বিধ্বস্ত হয়।


সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ওই বিমানে থাকা দুজন পাইলটই নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন।


এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিগ-২১ বিমানটি ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল। ওই বিমানে দুজন পাইলট ছিলেন। তারা দুজনেই অল্পের জন্য বেঁচে গেছেন।


ওই বিমানটি গোয়ালিওর শহরের বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল। পরে এটি রানওয়ের কাছে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়।


২০১৯ সালের জুনে এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছিলেন, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় ২৭টি বিমান হারিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এর মধ্যে ১৫টি ফাইটার জেট এবং অন্যগুলো হেলিকপ্টার। সূত্র: এএনআই।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com