শিরোনাম
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যাওয়া ছিল পাকিস্তানের বড় ভুল’
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২০
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যাওয়া ছিল পাকিস্তানের বড় ভুল’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী জোটে যোগ দেয়াটা পাকিস্তানের অন্যতম বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে কাউন্সিল অন ফরেইন রিলেশনসের (সিএফআর) বৈঠকে তিনি এ কথা বলেন। খবর দ্য ডনের।


ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী জোটে যোগ দেয়ায় পাকিস্তানের ৭০ হাজার নাগরিক নিহত এবং ২০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।


নিজেদের তৈরি বাহিনীকেই যুক্তরাষ্ট্র সন্ত্রাসী আখ্যা দিয়েছে অভিযোগ করে পাক প্রধানমন্ত্রী বলেন, ১৯৮০ সালে সোভিয়েতের দখলে ছিল আফগানিস্তান। সোভিয়েতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জিহাদিরা তখন নায়কের মর্যাদা পেত। এরপর ১৯৮৯ সালে সোভিয়েত আফগানিস্তান ছেড়ে চলে গেল। পাকিস্তান আবারো যুক্তরাষ্ট্রকে সমর্থন করে জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিল। তাদের শেখানো হয়েছিল বিদেশি শক্তির বিরুদ্ধে লড়ার নাম জিহাদ। কিন্তু যেই আমেরিকা আফগানিস্তানে এল তখন সেটা হলে গেল সন্ত্রাসবাদ।


ইমরান খান বলেন, এই লড়াইয়ে পাকিস্তানের নিরপেক্ষ থাকা উচিত ছিল। আফগানিস্তানে কোনো ধরনের সামরিক সমাধান সম্ভব নয়।


পাক প্রধানমন্ত্রী বলেন, যদি বিগত ১৯ বছর ধরে আপনি সফল হতে না পারেন তাহলে আগামী ১৯ বছরও আপনি সফল হতে পারবেন না।


পাক প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com