শিরোনাম
ইন্দোনেশিয়ায় সরকারি ভবনে আগুন, নিহত ১৬
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৫
ইন্দোনেশিয়ায় সরকারি ভবনে আগুন, নিহত ১৬
আগুনে জ্বলছে ভবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে সরকারি ভবনে ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীর। এ ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬৫ জন।


সোমবার (২৩ সেপ্টেম্বর) কয়েকশ বিক্ষোভকারী ওয়ামেনা শহরের একটি সরকারি ভবনসহ আরো বেশ কিছু ভবনে আগুন ধরিয়ে দেন। ওই বিক্ষোভকারীদের অধিকাংশই স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।


এক শিক্ষকের বর্ণবাদী মন্তব্যের পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা ওই শিক্ষকের এমন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।


গত আগস্টের কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভের কারণে অস্থিরতা শুরু হয়। বিক্ষোভ দমনে টিয়ার ছুড়েছে পুলিশ। পাপুয়ার সেনাবাহিনীর মুখপাত্র ইকো দারিয়ানতো বলেন, সোমবারের সহিংসতা থেকে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।


তিনি বলেন, অনেক বেসামরিক আটকা পড়েছেন। ভবনগুলোতে আগুন ধরে যাওয়ায় ভেতরেই আটকা পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। সূত্র: এএফপি।


বিবার্তা/এরশাদ/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com