শিরোনাম
ইসরাইলি বোমা দিয়ে ভারতে হামলার প্রস্তুতি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫
ইসরাইলি বোমা দিয়ে ভারতে হামলার প্রস্তুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের লেজার-গাইড বোমা দিয়ে জইশ-ই-মোহাম্মদ ভারতে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। সোমবার (২৩ সেপ্টেম্বর) চেন্নাইয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। খরব এনডিটিভির।


এনডিটিভি জানিয়েছে, প্রায় ১২৯ জন জইশ জঙ্গি ভারতে অনুপ্রবেশের জন্য প্রস্তুত রয়েছে। তারা ইসরাইলের তৈরি লেজার-গাইড বোমা দিয়ে ভারতে আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সুযোগের অপেক্ষায় আত্মগোপন করে আছে।


বিপিন রাওয়াত বলেন, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বালাকোটের যেসব জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছিলো ভারতীয় বিমানবাহিনী। সেই জঙ্গি শিবিরগুলো ফের সক্রিয় হয়েছে এবং ওখানে বর্তমানে ৪০ জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


তিনি বলেন, পাকিস্তান যতই মিথ্যা প্রমাণ করতে চাক, ভারতীয় বিমানবাহিনী বালাকোট অভিযানে পাকিস্তানের জঙ্গি শিবিরগুলোর যে বিরাট ক্ষতি করেছে সেটা নিশ্চিত। সেই ক্ষত ঢাকতেই ফের নাশকতার ছক কষছে তারা। প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে জঙ্গিদের। যারা পালিয়ে গিয়েছিল তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com