শিরোনাম
হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৮
হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি ভারতের কর্নাটকের সিমোগার বাসিন্দা আয়েশাকে দুবাই থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন তালাক দিয়েছেন তার স্বামী। ভারতে তিন তালাক আইনবিরোধী। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। কিন্তু আইন হলেও তিন তালাক প্রথা এখনও বন্ধ হয়নি।


বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আয়েশা। সংবাদসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার স্বামী মুস্তাফা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে আমাকে তিন তালাক দিয়েছেন। কিন্তু আমি এই তালাক মানি না।


ইতোমধ্যেই স্বামীর নামে মামলা দায়ের করেছেন আয়েশা। তিনি বলেন, আমি বিচার চাই। তবে পুলিশ জানিয়েছেন, যেহেতু মুস্তাফা দুবাইয়ে থাকে, তাই তারা কিছু করতে পারবেন না।


আয়েশা জানিয়েছেন, তাদের বিয়ে হয়েছে ২১ বছর আগে। কিন্তু বিয়ের পর আমার সন্তান হয়নি। তবে এ ব্যাপারে মুস্তাফাও কখনই কিছু বলেনি। এমনকি আমরা একটি মেয়েকে দত্তক নিয়েছিলাম। ওর বয়স এখন ১৬ বছর। এখন হুট করেই আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন।


তিনি জানান, তার স্বামীর পরিবার খুবই প্রভাবশালী। আর তাই থানার বাইরেই মামলাটি মিটিয়ে দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। কিন্তু আয়েশা চান মেয়ে এবং স্বামীকে নিয়ে একসঙ্গে থাকতে।


তিনি আরো জানান, তিনি বেশিদূর পড়াশোনা করেননি। তাই এই অবস্থায় চাকরি করে সংসার চালাতেও পারবেন না। আর এতে তার মেয়ের পড়াশোনায় ক্ষতি হবে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন তিনি।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com