শিরোনাম
ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন নয়াদিল্লি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩২
ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন নয়াদিল্লি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত মহাসাগরে ৭টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। এতে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে নয়াদিল্লি। ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টি মোটেই হালকাভাবে নিচ্ছে না ভারত। সোমবার (১৬ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।


সংবাদ মাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি মালাক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগরের জলসীমায় প্রবেশের সময় চীনা যুদ্ধজাহাজগুলো শনাক্ত করে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর হাতে যে তথ্যপ্রমাণ এসেছে তাতে ভারত মহাসাগরে চীন যে কৌশলে প্রভাব বিস্তার করতে চাইছে সেই আশঙ্কাই জোরালো হচ্ছে।


ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ভারত মহাসাগরে ভারতীয় বিশেষ ব্যবসায়িক এলাকা (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি চীনা যুদ্ধজাহাজগুলোকে ঘোরাফেরা করতে দেখা গেছে। ভারতের পি-৮১ অ্যান্টি সাবমেরিন নজরদারি বিমানের মাধ্যমে এর ছবিও হাতে পাওয়া গেছে। যুদ্ধজাহাজের সঙ্গে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক ও উভচর যান রয়েছে চীনের টহল দলে।


ভারত মহাসাগরে আন্দামান সীমান্তের কাছে এত ঘন ঘন চীনের নৌবাহিনীর আগমনে চিন্তায় পড়েছে ভারত।


বিবার্তা/আবদাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com