শিরোনাম
ডোরিয়ানে লণ্ডভণ্ড বাহামায় ফের ঝড়ের শঙ্কা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৫
ডোরিয়ানে লণ্ডভণ্ড বাহামায় ফের ঝড়ের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাত্র দুই সপ্তাহ আগেই লণ্ডভণ্ড হয়েছে বাহামা দ্বীপপুঞ্জ। তখন আঘাত হানে প্রলয়ঙ্করী হারিকেন ডোরিয়ান। কিন্তু সেখানে নিম্নচাপের ফলে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ট্রপিকাল ডিপ্রেশন নাইন, আগামী দুদিনের মধ্যে আবারও ট্রপিকাল সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। ইতোমধ্যে বাহামাতে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। হচ্ছে ভারী বৃষ্টিপাত।


শনিবার (১৪ সেপ্টেম্বর) বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়।


ধারণা করা হচ্ছে- ঝড়ের প্রভাবে বাহামাতে বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ ১০ সেন্টিমিটার। সেইসঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার ছাড়িয়ে যাবে।


ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা কার্ল স্মিথ বলেন, নতুন ঝড়ের কারণে ডোরিয়ানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তৎপরতা ব্যাহত হবে। গ্র্যান্ড বাহামা ও গ্রেট অ্যাবাকোর মতো দুর্গত দ্বীপে ত্রাণ পাঠানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।


তবে ঝড়ে বাহামার খুব বেশি ক্ষতির আশঙ্কা না করে তিনি বলেন, সম্ভাব্য প্রভাব মোকাবিলায় আমরা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমরা প্রস্তুত আছি।


ডোরিয়ানের কারণে বাহামাতে প্রায় ১৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন। অন্তত ১৫ হাজার মানুষের প্রয়োজন জরুরি খাদ্য, আশ্রয় ও চিকিৎসাসেবা।


গত ১ সেপ্টেম্বর ঘণ্টায় প্রায় ২৯৫ কিলোমিটার বেগে বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানে হারিকেন ডোরিয়ান। এ আঘাতে সেখানে অন্তত ৫০ জনের মৃত্যু হয়।


বাহামাতে ৪০ লাখ ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে মার্কিন প্রশাসন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com