শিরোনাম
তুরস্কে বোমা বিস্ফোরণ, নিহত ৭
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৮
তুরস্কে বোমা বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কে বোমা বিস্ফোরণে সাতজন নিহত এবং আরো দশজন জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, একটি গাড়িতে করে গ্রামের কিছু লোক যাচ্ছিলেন। হঠাৎ সড়কে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে।


এখনো হামলার দায় স্বীকার কেউ করেনি। তবে দেশটির উগ্র বামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।


উল্লেখ্য, ৩০ বছরেরও বেশি সময় ধরে তুরস্কের সঙ্গে বিরোধ চলছে পিকেকের। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে। দুই পক্ষের এই বিরোধে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৪০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।


বিবার্তা/আবদাল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com