শিরোনাম
রাজপ্রাসাদে গোপন কারাগার বানাচ্ছেন সালমান!
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৫
রাজপ্রাসাদে গোপন কারাগার বানাচ্ছেন সালমান!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার জেদ্দার আল-সালাম রাজপ্রাসাদের ভেতর গোপন কারাগার তৈরি করছেন। যুবরাজ তার বিরোধীদের আটকে রাখতে এই গোপন কারাগার তৈরি করছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে ফার্স নিউজ।


ফার্স নিউজ তাদের এক প্রতিবেদনে জানায়, ওই গোপন কারাগারটি হবে ১০ তলাবিশিষ্ট। এতে নির্জন কক্ষ ছাড়াও বেশকিছু অন্ধকার কক্ষ থাকবে। এ কারাগারে বন্দিদের শাস্তির বিষয় তদারকি করবেন যুবরাজ সালমান।


সৌদি গণমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালে সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর শতাধিক ধনী ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কারাগারে না রেখে রিৎজ-কার্লটন হোটেলে রাখা হয়। এতে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠানটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। দেশটির পর্যটন ব্যবসার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে গোপন কারাগাটি বানানো হচ্ছে।


সৌদি গণমাধ্যম আল-আহদ আল-জাদিদ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্নীতি দমন অভিযানে আটক ব্যক্তিদের অনেকে মুক্ত হলেও এখনো অনেক প্রভাবশালি ব্যক্তি কারাবন্দী রয়েছেন। যার মধ্যে সৌদি রাজপরিবারের অনেক সদস্য রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ ও সাবেক অর্থমন্ত্রী আদেল ফাকেই।


বিবার্তা/আবদাল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com