শিরোনাম
ইসরাইলের বিরুদ্ধে ঐক্যের ডাক তুরস্কের
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৯
ইসরাইলের বিরুদ্ধে ঐক্যের ডাক তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্যের ডাক দিয়েছে তুরস্ক। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জর্ডান উপত্যকা দখলের ঘোষণা দেয়ার পর এ ঐক্যের ডাক দেয় তুরস্ক। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।


তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগলু বলেছেন, ইসরাইল জর্ডান উপত্যকা দখলের ঘোষণা দিয়ে আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের বিরুদ্ধে দাঁড়াতে হবে।


এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হলে তার সরকার জর্ডান উপত্যকা দখল করবে। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন করা হবে।


জর্ডান উপত্যকায় সাড়ে ৯ হাজার ইহুদির সঙ্গে ৭০ হাজার ফিলিস্তিনি দুঃসহ জীবন-যাপন করছে।


এদিকে নেতানিয়াহুর জর্ডান উপত্যকা দখলের ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।


সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন ঘোষণা ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব এবং জাতিসংঘের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এমন বিপজ্জনক ঘোষণা যে কোনো ধরণের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এজন্য সৌদি আরব ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘোষণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।


বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব হয় এমন কোনো বিষয় মেনে নেয়া হবে না। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের কোনো অপতৎপরতা সফল হবে না।


ইসরাইলের এমন আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব।


বিবার্তা/আবদাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com