শিরোনাম
গাজায় ইসরাইলের বিমান হামলা, দুই পুলিশ সদস্য নিহত
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৯, ১৫:১৯
গাজায় ইসরাইলের বিমান হামলা, দুই পুলিশ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় দুইপুলিশ সদস্য নিহত হয়েছেন।এ হামলায়আরো তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয়। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।


হামাস দাবি করেছে, মসঙ্গলবার সন্ধ্যায় ইসরাইলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার রাতের বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত দুই ফিলিস্তিনিরই বয়স ৩২ বছর। তারা গাজার পুলিশ বাহিনীর কর্মকর্তা। এছাড়া হামলার ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন।


ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, দাহদু মোড়ের একটি পুলিশ চৌকির কাছে বিস্ফোরণের ফলে দুই সদস্য নিহত হয়েছেন।


তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে রকেট ছোড়ার জবাবে তারা সেখানে বিমান হামলা চালিয়েছে।


উল্লেখ্য, ২০০৭ সালে গৃহযুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে হামাস গাজা নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়।


সূত্র: বিবিসি, টাইমস অব ইসরাইল, পার্স


বিবার্তা/আবদাল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com