শিরোনাম
এবার জনসনকে ৫৭ কোটি ডলার জরিমানা
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৯, ১২:৩২
এবার জনসনকে ৫৭ কোটি ডলার জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওষুধ ও প্রসাধন সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনকে (জেঅ্যান্ডজে) জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি আদালত। মাদকাসক্তিজনিত সংকট তৈরি করায় কোম্পানিটিকে ৫৭ কোটি ২০ লাখ ডলার জরিমানা করলেন আদালত।


মার্কিন এক বিচারপতি জনসনের বিরুদ্ধে এক মামলার শুনানিতে বলেন, উচ্চমাত্রায় আসক্তি সম্পন্ন ব্যথানাশক ওষুধের ব্যবস্থাপত্র দেয়ার জন্য কূটকৌশল অবলম্বণ করে প্রচারণা চালিয়েছে জনসন। সংস্থাটি নিষিদ্ধ ওপিওয়েড ব্যবহারের মাধ্যমে জনসাধারণের স্বাস্থ্যের জন্য সংকটময় পরিস্থিতি সৃষ্টিতে মদদ দিয়েছে।


তবে রায় ঘোষণার পরপরই জনসন জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। নিষিদ্ধ ওপিওয়েড তৈরিকারক ও বিতরণকারীদের বিরুদ্ধে দায়ের করা কয়েক হাজার মামলার মধ্যে জনসনের বিরুদ্ধে করা মামলাটিই প্রথম আদালতে উঠল।


যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষে এ মামলার শুনানিতে বলা হয়, আসক্তি সৃষ্টিকারী ওষুধ বা অপিওয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে ১৯৯৯ সাল থেকে ২০১৭ সালের মধ্যে প্রায় চার লাখ মানুষের মৃত্যু হয়েছে।


ওকলাহোমা অঙ্গরাজ্যের বিচারকদের দেয়া তথ্য অনুযায়ী, অপিওয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহারে ২০০০ সালের পর থেকে কেবল ওকলাহোমাতেই মারা গেছেন অন্তত ছয় হাজার মানুষ।


জনসাধারণের স্বাস্থ্য সংকট তৈরির পেছনে মূল হোতা হিসেবে জনসনের কথা উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা বলেছেন, জনসনের বিপণন কৌশলের কারণেই চিকিৎসকরা অকাতরে প্রেসক্রিপশনে অপিওয়েডের নাম লিখে গেছেন। ফলে এ আসক্তি সৃষ্টিকারী ওষুধের অতিরিক্ত ব্যবহার বহু মানুষের মৃত্যু ডেকে এনেছে।


তবে জনসন অ্যান্ড জনসন বরাবরই তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে।


তাদের দাবি, ওষুধ বিক্রির জন্য প্রচারণার সময় তারা যা যা বলেছে, তার সবগুলোরই বিজ্ঞানসম্মত ভিত্তি আছে। আর ওষুধের ক্ষেত্রে ওপিওয়েড নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা হয়েছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com