শিরোনাম
রাষ্ট্রীয় মর্যাদার সময় ফুটল না ২২ বন্দুকের গুলি!
প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১৪:৪২
রাষ্ট্রীয় মর্যাদার সময় ফুটল না ২২ বন্দুকের গুলি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিহারের সদ্যপ্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর সময় এক কাণ্ড ঘটিয়ে সমালোচনায় পড়েছে সেখানকার প্রশাসন। গান স্যালুটের সময় ২২ রাইফেলের একটি থেকেও গুলি বের হয়নি!


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জগন্নাথ মিশ্রর শেষকৃত্য হয় তার গ্রামের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি এবং বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে। প্রয়াত নেতাকে শেষ বিদায় জানাতে নিতীশ কুমার সেখানে হেলিকপ্টারে যান।


স্যালুটের সময় পুলিশকে নিজ নিজ বন্দুক নিয়ে পরীক্ষা করতে দেখা যায়। কিন্তু অতিথিদের সামনে অনেক চেষ্টা করেও তারা গুলি বের করতে ব্যর্থ হন।


এ ঘটনাকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় জনতা দলের সংসদ সদস্য পিপরা যদুবংশ কুমার যাদব।


গত ১৯ আগস্ট ৮২ বছর বয়সে মারা যান জগন্নাথ মিশ্র। প্রফেসর হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করার পর কংগ্রেসের রাজনীতিতে জড়িয়ে পড়েন। দলটির হয়ে তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com