শিরোনাম
ভারতে মুসলিম যুবক পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৫
প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১১:৪২
ভারতে মুসলিম যুবক পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে ঝাড়খন্ড রাজ্যে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাবরেজ আনসারি নামে ২৪ বছর বয়সী ওই যুবককে ১৮ ঘণ্টা ধরে পেটানো হয়। এর কয়েকদিন পর তিনি মারা যান।


তাবরেজের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ এনে তার ওপর নির্যাতন চালানো হয়। তাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি করেছে।


ওই ভিডিওতে দেখা যায়, তাবরেজকে জোর করে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ ধ্বনি দিতে বলা হচ্ছে। তিনি সেই ধ্বনি দিলেও তাকে নির্মমভাবে লাঠিপেটা থেকে রেহাই দেয়া হয়নি। তবরেজকে পেটাতে পেটাতে একজনের লাঠি ভেঙে যাচ্ছে। তবরেজ এ সময় বুকফাটা আর্তনাদ করলেও ওই ঘাতকরা তাতে কান দেয়নি।


তাবরেজের পরিবারের অভিযোগ, নির্যাতনে গুরুতর আহত হওয়ার পরও পুলিশ তাকে যথাযথ চিকিৎসা দেয়নি।


তাবরেজের স্ত্রী শায়েস্তা পারভীন বলেন, তাবরেজকে সারারাত একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয় এবং পরদিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


পুলিশ তাকে চুরির অভিযোগে গ্রেফতার করে। গ্রেফতারের চারদিন পর তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার মারা যায় ওই যুবক। যদিও সমাজকর্মীদের অভিযোগ, হাজতে মৃত্যুর পরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।


তবে ঝাড়খন্ডের পুলিশ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া


>>ঝাড়খণ্ডে ১৮ ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা মুসলিম যুবককে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com