শিরোনাম
মোদির মন্ত্রীসভায় যারা
প্রকাশ : ৩১ মে ২০১৯, ১৮:০১
মোদির মন্ত্রীসভায় যারা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বিভিন্ন দফতরের জন্য তার সাথে আরো ৫৮ মন্ত্রী শপথ নেন। শুক্রবার মন্ত্রীসভার প্রথম বৈঠক হয়েছে। তার আগেই ঘোষণা করা হল কেন্দ্রীয় মন্ত্রীদের নাম ও দফতর।


নরেন্দ্র মোদি- পরমাণু শক্তি, মহাকাশ


স্বরাষ্ট্র- অমিত শাহ


রাজনাথ সিং- প্রতিরক্ষা


নিতিন গড়করি- সড়ক পরিবহণ, এমএসএমই


নির্মলা সীতারমন- অর্থ


সদানন্দ গৌড়া- রসায়ন ও সার


রামবিলাস পাসোয়ান- উপভোক্তা, খাদ্য দফতর


নরেন্দ্র সিং তোমার- কৃষি ও কৃষক উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, গ্রামীণ বিকাশ


রবিশঙ্কর প্রসাদ- আইন, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স


হরসিমরত কৌর বাদল- খাদ্য প্রক্রিয়াকরণ


থর চাঁদ গেহলট- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন


সুব্রহ্মণ্যম জায়শঙ্কর- পররাষ্ট্র


রমেশ পোখরিওয়াল-মানব সম্পদ উন্নয়ন


অর্জুন মুন্ডা-উপজাতি বিষয়ক


স্মৃতি ইরানি-মহিলা ও শিশু উন্নয়ন


হর্ষ বর্ধন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, আর্থ সায়েন্স মন্ত্রণালয়


প্রকাশ জাভড়েকর- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়


পীয়ূষ গোয়েল- রেল, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়


ধর্মেন্দ্র প্রধান- পেট্রোলিয়ান ও প্রাকৃতিক গ্যাস, স্টিল


মুখতার আব্বাস নকভি- সংখ্যালঘু বিষয়ক দফতর


প্রহ্লাদ যোশী- সংসদ বিষয়ক, কয়লা ও খনি


মহেন্দ্র নাথ পান্ডে- স্কিল ডেভলপমেন্ট ও এন্টরপ্রেনরশিপ


অরবিন্দ জ্ঞাণপথ সাওয়ান্ত- ভারী শিল্প


গিরিরাজ সিং- প্রাণী সম্পদ বিকাশ, ডেয়ারি ও মত্স দফতর


গজেন্দ্র সিং শেখাওয়াত- পানি সম্পদ


রাষ্ট্রমন্ত্রী(পূর্ণ দায়িত্বে)


সন্তোষ কুমার গাঙ্গোয়ার- শ্রম ও কর্মসংস্থান


রাও ইন্দ্রজিত সিং- পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন, পরিকল্পনা


শ্রীপাদ ইসো নায়েক- আয়ুর্বেদ, ইউনানি, যোগ, আয়ূশ


জিতেন্দ্র সিং-উত্তরপূর্ব ভারতের উন্নয়ন, প্রধানমন্ত্রীর দফতর, পেনশন, পরমাণু শক্তি দফতর


কিরেন রিজিজু-যুব ও ক্রীড়া, সংখ্যালঘু উন্নয়ন


প্রহ্লাদ সিং প্যাটেল- পর্যটন, সংস্কৃতি


রাজ কুমার সিং- শক্তি মন্ত্রণালয়, স্কিল ডেভলপমেন্ট


হরদীপ সিং পুরী- আবাসন ও শহর উন্নয়ন, অসামরিক বিমান পরিবহণ, শিল্প ও বাণিজ্য


মনসুখ মান্ডভিয়- জাহাজ, সার ও রসায়ন মন্ত্রণালয়।


রাষ্ট্রমন্ত্রী


ফগন সিং কুলস্তে- ইস্পাত মন্ত্রণালয়


অশ্বনী কুমার চৌবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়


অর্জুন রাম মেঘওয়াল- সংসদ বিষয়ক, ভারী শিল্প


ভি কে সিং- সড়ক পরিবহন ও হাইওয়ে


কৃষাণ প্যাটেল- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন


রাওসাহেব দাদারাও- খাদ্য ও বন্টন, উপভোক্তা বিষয়ক


জি কিষেণ রেড্ডি- স্বরাষ্ট্র


পুরুষোত্তম রুপালা- কৃষি ও কৃষক উন্নয়ন


রামদাস আটওয়ালে- সামাজিক ন্যায়


সাধ্বী নিরঞ্জন জ্যোতি-গ্রামীণ উন্নয়ন


বাবুল সুপ্রিয়-বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন


সঞ্জীব বালিয়ান- পশুপালন, ডেয়ারি


সঞ্জয় শামারাও- মানব উন্নয়ণ, তথ্য প্রযুক্তি


অনুরাগ সিং ঠাকুর- অর্থ, করপোরেট অ্যাফেয়ার্স


অঙ্গাদি সুরেশ- রেল


নিত্যানন্দ রাই- স্বরাষ্ট্র


রতন লাল কাটারিয়া- পানিশক্তি, সামাজিক ন্যায়


ভি মুরলীধরন- পররাষ্ট্র, সংসদ বিষয়ক


রেণুকা সিং- উপজাতি বিষয়ক


সোম প্রকাশ- শিল্প ও বাণিজ্য


রামেশ্বর তেলি- খাদ্য প্রক্রিয়াকরণ


প্রতাপ চন্দ্র সরাঙ্গি- ক্ষুদ্র ও মাঝারি শিল্প


কৈলাশ চৌধুরি- কৃষি ও কৃষক উন্নয়ন


দেবশ্রী চৌধুরী- নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়।



বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com