শিরোনাম
জনমত জরিপ অনেক সময় ভুল হয়: রাহুল
প্রকাশ : ২২ মে ২০১৯, ১৭:১০
জনমত জরিপ অনেক সময় ভুল হয়: রাহুল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার দলের সমর্থকদের ভয় না পাবার আহ্বান জানিয়েছেন। গত রবিবার ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর দেশটির সকল গণমাধ্যমের বুথফেরত জনমত জরিপে বিজেপি শিবিরের ফের ক্ষমতায় আসার আভাস দেয়া হয়।


এর প্রেক্ষিতে রাহুল বুধবার হিন্দিতে লেখা এক টুইটার বার্তায় দলীয় সমর্থকদের উদ্দেশে বলেন, আগামী ২৪ ঘণ্টা আমাদের সতর্ক ও ধৈয্য ধারণ করতে হবে। তিনি বলেন, জনমত জরিপের ফলাফল অনেক সময় মিথ্যা প্রমাণিত হয়। আপনারা সত্যের পক্ষে লড়াই করেছেন। এই কষ্ট বৃথা যাবে না। আপনারা নিজের প্রতি ও কংগ্রেসের প্রতি আস্থা রাখুন।


এর আগে দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও সমর্থকদের উজ্জীবিত করতে একই ধরনের অডিও বার্তা পাঠান। সূত্র: এনডিটিভি


বিবার্তা/নাজিম/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com