শিরোনাম
যমজ মেয়ের মা হলেন ‘লৌহমানবী’ ইরম চানু শর্মিলা
প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৫:৫৭
যমজ মেয়ের মা হলেন ‘লৌহমানবী’ ইরম চানু শর্মিলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মা দিবসেই মা হলেন ভারতের মণিপুরের ‘লৌহমানবী’ ইরম চানু শর্মিলা। রবিবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে দুই যমজ মেয়ে জন্ম দেন তিনি।


নবজাত দুই সন্তানের নাম নিক্স সখী এবং অটম তারা রেখেছেন শর্মিলা। শর্মিলা ও তার দুই সন্তান সুস্থ রয়েছেন।


মণিপুর থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা প্রত্যাহারের দাবিতে দীর্ঘ ১৬ বছর অনশন চালিয়েছেন শর্মিলা। ২০১৬ সালে ৯ আগস্ট অনশন ভাঙার সিদ্ধান্ত নিলে মুহূর্তের মধ্যে মণিপুরে ব্রাত্য হয়ে যান তিনি। তা সত্ত্বেও রাজ্য বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নেন।


ভেবেছিলেন মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে আফস্পা প্রত্যাহারে সমস্যা হবে না। সেই মতো ‘পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স’ দল গঠন করেন। কিন্তু ২০১৭ সালে রাজ্য বিধানসভা ভোটে তিনবারের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমে লজ্জাজনক হার হয় শর্মিলার।


ওই বছরই আগস্ট মাসে দীর্ঘদিনের সঙ্গী, ব্রিটিশ নাগরিক ডেসমন্ড কুটিনহোকে বিয়ে করেন শর্মিলা। নিজের রাজ্য ছেড়ে তামিলনাড়ুর কোদাইকানালে সংসার পাতেন তারা।


সেই থেকে লোকচক্ষুর আড়ালেই ছিলেন শর্মিলা। চলতি বছরের শুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা নিয়ে মুখ খোলেন শর্মিলা। ক্ষমতাসীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন। তবে রাজনীতিতে ফেরার কোনো ইচ্ছাই তার নেই বলে সাফ জানিয়ে দেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com