শিরোনাম
বিজেপির নির্বাচনী বহরে হামলা, নিহত ৫
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৯, ২১:৪২
বিজেপির নির্বাচনী বহরে হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে লোকসভা নির্বাচনের মাত্র দু’দিন আগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়কের গাড়িবহরে ‘মাওবাদীদের হামলায়’ বিধায়ক ভীমা মাণ্ডভিসহ চার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার বিকালে ছত্তিসগড়ের দন্তেওয়াড়ায় এ হামলা হয়। এদিন বিকেলে দন্তেওয়াড়ার কিরণ্ডুল এলাকায় নির্বাচনী প্রচারে যোগ দিয়েছিলেন ভীমা মাণ্ডভি। খবর-এনডিটিভি।


এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী হামলাকারীদের বন্দুকযুদ্ধ চলছে। বিধায়ক ছাড়া বাকি চারজন তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী।


পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় ক্ষমতাসীন বিজেপিদলীয় বিধায়ক ভীমা মাণ্ডভি ভোটের প্রচারের কাজে যান। সে সময় তার গাড়িতে অত্যাধুনিক বিস্ফোরকের মাধ্যমে মাওবাদীরা হামলা চালালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।


স্থানীয় প্রশাসন মাওবাদী ওই হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞরা অনুমান করছেন আইইডি বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়েছে।


কংগ্রেস প্রার্থী দেবতি কারমাকে হারিয়ে গত বিধানসভা নির্বাচনে তিনি ছত্তিশগড় প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।


প্রসঙ্গত, ১১ এপ্রিল বৃহস্পতিবার ছত্তিশগড়ে একমাত্র যে কেন্দ্রটিতে ভোটগ্রহণের কথা রয়েছে সেটি মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com