শিরোনাম
দাদি এই ঘরেই জন্মেছিলেন: প্রিয়াঙ্কা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৯, ১৬:১৩
দাদি এই ঘরেই জন্মেছিলেন: প্রিয়াঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রবিবার থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন কংগ্রেসের নেতা প্রিয়াঙ্কা গান্ধী । প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত গঙ্গাবক্ষে তিনদিনের নৌকায় যাত্রায় তিনি কংগ্রেসের নির্বাচনী প্রচার সারবেন বলেই ঠিক করা হয়েছে।


সবের মাঝেই প্রয়াগরাজে তাদের পূর্বপুরুষদের বাড়িতেই রাত কাটালেন প্রিয়াঙ্কা। সেই ঘরেই, যেখানে তার দাদি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন। প্রিয়াঙ্কা নিজের টুইটারে স্বরাজ ভবনের সেই ঘরের একটি ছবিও টুইট করেছেন যেখানে ইন্দিরা গান্ধী জন্মেছিলেন।


প্রিয়াঙ্কা হিন্দিতে টুইট করেছেন, স্বরাজ ভবনে বসে আছি। সেই ঘরে যেখানে আমার দাদি ইন্দিরা জন্মেছিলেন। আমার দাদি রাতে আমাকে ঘুম পাড়ানোর সময় জোয়ান অব আর্কের গল্প বলতেন। তিনি বলতেন, নির্ভীক হও, তাহলেই সবকিছু ভাল হবে।



১৯৩৬ সালের ১৯ নভেম্বরে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন এবং তার শৈশবের দিনগুলো কেটেছিল এই স্বরাজ ভবনেই।


কমবয়সী ইন্দিরা প্রিয়দর্শিনীর (সঙ্গে মহাত্মা গান্ধীর একটি ছবিও ওই ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট্ট ইন্দিরারই নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী।


পূর্ব-উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা সফরে এই রাজ্যে রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় আসন বারাণসীতে তিনদিনে ১৪০ কিলোমিটার গঙ্গা যাত্রা করবেন স্টিমার বোটে। প্রয়াগরাজ থেকে শুরু করে বারাণসীর আশি ঘাট অব্দি চলবে এই সফর।


দলীয় সূত্র জানিয়েছে, তিনি গঙ্গার ধারে ধারে সাধারণ মানুষদের সঙ্গে যোগাযোগ করবেন। এই মানুষদের মধ্যে অধিকাংশই পিছিয়ে পড়া শ্রেণির, বা তপশিলী জাতির। তার যাত্রায় গঙ্গার পাশে মন্দির ও দরগাতেও বেশ কয়েক জায়গায় যাবেন প্রিয়াঙ্কা। সূত্র: এনডিটিভি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com