শিরোনাম
বিমান হামলায় নিহত জঙ্গির সংখ্যা জানাবে না ভারত সরকার
প্রকাশ : ০৬ মার্চ ২০১৯, ১০:২৩
বিমান হামলায় নিহত জঙ্গির সংখ্যা জানাবে না ভারত সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলায় ঠিক কতজন জঙ্গি নিহত হয়েছে? লোকসভা নির্বাচনের আগে এই প্রশ্ন ঘিরেই উত্তেজনা চড়ছে জাতীয় রাজনীতিতে৷ সরকারের কাছ থেকে বারবার এই একটা প্রশ্নের উত্তরই জানতে চাইছে বিরোধীরা৷


তাদের প্রশ্নের উত্তরে অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ৷ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বিমান হামলায় নিহত জঙ্গির সংখ্যা কোনোভাবেই ঘোষণা করবে না সরকার৷ হামলা পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব জঙ্গি মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিলেন, সেটাই আসল তথ্য৷


গত ২৬ ফেব্রুয়ারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বিমানবাহিনী৷ গুঁড়িয়ে দেয়া হয় বালাকোট, মুজফ্ফরাবাদ ও চাকোতির তিনটি জঙ্গি প্রশিক্ষণ শিবির৷ এরপরই সংবাদ সম্মেলন করেন ভারতের পররাষ্ট্রসচিব বিজয় গোখলে এবং সেখানে সন্ত্রাসদমন অভিযানে ঠিক কতজন জঙ্গি নিহত হয়েছে, সেই বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা জানাননি তিনি৷


পররাষ্ট্রসচিব কেবল জানান, বিপুল সংখ্যক জঙ্গি নিহত হয়েছে৷ এই অভিযানে জইশ-ই-মুহাম্মদের (জেইএম) বড়সংখ্যক সন্ত্রাসী, জ্যেষ্ঠ কমান্ডার, জিহাদি গোষ্ঠী, যারা প্রশিক্ষণ নিচ্ছিল, তাদের নিশ্চিহ্ন করা হয়েছে। কেবল তিনিই নন, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন বিমানবাহিনীর প্রধান বিএস ধানোয়া৷ তিনিও জানান, নির্দিষ্ট করে মৃত জঙ্গির সংখ্যা জানাতে পারবে না বিমানবাহিনী৷ কিন্তু তারা যে টার্গেটে হামলা করতে চেয়েছিল, সেখানে হামলা করেছেন৷


তবে সোমবার বিতর্ক দানা বাঁধে বিজেপি সভাপতি অমিত শাহের একটি মন্তব্যকে ঘিরে৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি জানান, সন্ত্রাসদমন অভিযানে খতম হয়েছে ২৫০ জন জঙ্গি৷ এরপরই বিরোধীরা প্রশ্ন তোলে, যখন সরকার ও বিমানবাহিনী মৃত জঙ্গির সংখ্যা প্রকাশ করতে পারছে না, তখন অমিত শাহ কীভাবে মৃত জঙ্গির সংখ্যা জানলেন?


তারা অভিযোগ করেন, এয়ারস্ট্রাইক নিয়ে ভোটের রাজনীতি করছে সরকার৷


মঙ্গলবার বিরোধীদের সেই অভিযোগের উত্তর দেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ৷ তিনি বলেন, এয়ারস্ট্রাইকের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই৷ সন্ত্রাসবাদকে দমনের উদ্দেশ্যেই ওই অভিযান চালায় বায়ুসেনা৷ যা কোনো দেশের বিরুদ্ধে লড়াই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই৷


মঙ্গলবার আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও৷ তিনি অভিযোগ করেন, জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করছে কেন্দ্রের বিজেপি সরকার৷ সেনা বা দেশবাসীর বিরুদ্ধে তাদের লড়াই নয়৷ তাদের লড়াই মোদির বিরুদ্ধে৷


এদিকে বালাকোট হামলার পর থেকেই বরাবরই নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে অস্বীকার করছে পাকিস্তান। সূত্র: সংবাদ প্রতিদিন


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com