শিরোনাম
ফের ভারত-পাকিস্তানের সাড়ে ৩ ঘণ্টা গুলি বিনিময়
প্রকাশ : ০৪ মার্চ ২০১৯, ০৯:৪৭
ফের ভারত-পাকিস্তানের সাড়ে ৩ ঘণ্টা গুলি বিনিময়
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফের যুদ্ধ বিরতি লঙ্ঘন করে প্রায় সাড়ে তিন ঘণ্টা গুলি বিনিময় করেছে ভারত ও পাকিস্তান৷


সোমবার ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত জম্মু কাশ্মীরের পালানওয়ালার আখনুরে দুই পক্ষের সংঘর্ষ চলে।


পাকিস্তান সীমান্তে আটক ভারতীয় বিমানবাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিলেও তেমন কোনো প্রভাব পড়ে দুইদেশের অবস্থানের। সীমান্তে ক্রমশ বাড়ছে গুলিযুদ্ধ। রবিবার সকালে বাবাগুন্দ এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীদের সংঘর্ষ চলে। সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয় দুই সিআরপিএফ ও দু'জন জম্মু-কাশ্মীর পুলিশ। নিহত হয় পাক নাগরিক। শনিবার পুঞ্চের সালোতরী গ্রামে নিহত হয় একই পরিবারের পাঁচ জন। অভিনন্দন পাকিস্তানে ধরা পড়ার পর থেকেই শান্তির বার্তা দিয়ে এসেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু সীমান্তে পাক আগ্রাসন কমেনি।সূত্র: ইন্ডিয়ান টাইমস


বিবার্তা/মনন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com