শিরোনাম
দাদরি হত্যার ঘটনায় আটক একজনের মৃত্যু
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৩:৫৭
দাদরি হত্যার ঘটনায় আটক একজনের মৃত্যু
রবি
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে গত বছরের ২৮ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের দাদরি’র বিশারা গ্রামে মোহাম্মদ আকলাখকে (৫০) পিটিয়ে খুন করার ঘটনায় আটক অন্যতম অভিযুক্ত রবির (২২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিল্লির লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালেতার মৃত্যু হয়।


সূত্রমতে, কিডনি সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে নয়ডার একটি হাসপাতালে ভর্তি করানো হয় রবিকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবারই দিল্লিতে স্থানান্তর করা হয় তাকে।


লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালের সুপার ড. জে সি পাসি জানান, ‘চরম সঙ্কটজনক অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে রবিকে আমাদের এখানে নিয়ে আসা হয়। তিনি কিডনি ও রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। ’


তিনি আরো জানান, ‘রোগীর ডেঙ্গু এবং চিকেনগুনিয়ার পরীক্ষা করা হয়েছে। অবশ্য সেই রিপোর্ট এখনও আমাদের হাতে আসেনি। রিপোর্ট এলে তবেই জানা যাবে তিনি ওই রোগে আক্রান্ত হয়েছিলেন কি না।’


গত বছরের শেষের দিকে মোহাম্মদ আকলাখের মৃত্যুর ঘটনায় ভারতজুড়ে অসহিষ্ণুতা বিতর্ক মাথাচাড়া দেয়। গরু জবাই করে সেই মাংস রাখা আছে আকলাখের ফ্রিজে- ওইদিন স্থানীয় এক মন্দির থেকে এই অভিযোগ প্রচার করা হয়। এরপর রাতের দিকে আকলাখের বাসায় অভিযুক্তরা হামলা চালায়। ঘরের ভেতর থেকে আখলাককে টেনে বাইরে বের করে পিটিয়ে মারার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। প্রচণ্ড মারধর করা হয় আকলাখের ছোট ছেলে দানিশকেও (২২)।



ওই ঘটনায় জড়িত সন্দেহে যাদের আটক করা হয়েছে রবি তাদের অন্যতম। আদালতের নির্দেশে গৌতম বুদ্ধ নগর জেলায় একটি কারাগারে রাখা হয়েছিল রবিকে।


ঝারচা পুলিশ থানার কর্মকর্তা প্রদীপ কুমার জানান, ‘কারাগার থেকে মঙ্গলবার সকালে নয়ডার জেলা হাসপাতালে ভর্তি করানো হয় রবিকে। অবস্থা খারাপ হওয়ায় এরপরই তাকে দিল্লিতে নেয়া হয়।’


বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com