শিরোনাম
৭ হাজার ভারতীয় সাইট হ্যাক করল পাকিস্তান
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৩:০৮
৭ হাজার ভারতীয় সাইট হ্যাক করল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাত হাজার ৭০টি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছে পাকিস্তানের হ্যাকার গ্রুপ। শুধু হ্যাক করাই নয়, কি কি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে তার একটি সুবিস্তৃত তালিকাও প্রকাশ করেছে তারা। যার মধ্যে রয়েছে অনেকগুলো সরকারি এবং বেসরকারি ওয়েবসাইটও।



কয়েকদিন আগেই ন্যাশানাল গ্রিন ট্রাইবুনালের ওয়েবসাইট হ্যাক করে পাক হ্যাকাররা। যেখানে পরিষ্কার লেখা ছিল ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতেই হ্যাক করা হয়েছে এটি। এর মধ্যেই এবার একসঙ্গেসাত হাজার ৭০টি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকার গ্রুপ।



পাকিস্তানি হ্যাকার গ্রুপগুলোর মধ্যে 'হেক্সরস ক্রিউ' সবচেয়ে বেশি পরিচিত। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন হ্যাকার হেক্সরসই এই হ্যাকিংয়ের মূল চক্রী। অতীতে এই হ্যাকার গ্রুপ টাটা মোটরস, তাজমহলসহ আরো অনেক রাজনৈতিক দলের সাইট হ্যাক করেছে। ‘তুমি কেবল ভেবেছ, আমি করে দেখিয়েছি’- এই স্লোগানেই কাজ করে পাকিস্তানি হ্যাকার গ্রুপ 'হেক্সরস ক্রিউ'।



ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, ২০১০ সাল থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৪৯০টি সরকারি ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। এরপরই প্রশ্ন উঠেছে সরকারি নথিপত্রের নিরাপত্তা নিয়ে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ভারতীয় ওয়েবসাইটগুলোর কোডিং এতই সহজভেদ্য যে খুব সহজেই তা যে কেউই হ্যাক করতে পারছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া



বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com