শিরোনাম
নয়াদিল্লীতে বায়ু দূষণের মাত্রা আরো বেড়েছে
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৮, ১৬:০৩
নয়াদিল্লীতে বায়ু দূষণের মাত্রা আরো বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের রাজধানী নয়াদিল্লীতে বৃহস্পতিবার বায়ু দূষণের মাত্রা আরো বেড়েছে। এদিকে সামনেই দীপাবলী উৎসব। এ সময় বায়ুদূষণ সর্বোচ্চ পর্যায়ে থাকে।


রাষ্ট্র পরিচালিত সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের (এসএএফএআর) তথ্য মতে, সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয় ৩৩৭। আগামী দুদিনও একই অবস্থা চলবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।


একিউআই জিরো থেকে ৫০ হলে ভাল, ৫১ থেকে ১শ’ হলে সন্তোষজনক, ১০১ থেকে ২শ’ হলে চলনসই, ২০১ থেকে ৩শ’ হলে খারাপ, ৩০১ থেকে ৪শ’ খুবই খারাপ এবং ৪০১ থেকে ৫শ’ মারাত্মক। গত সোমবার থেকে নয়াদিল্লীতে বায়ুদূষণ চলছে।


এদিকে আগের তুলনায় চলতি বছর দূষণের মাত্রা কম রাখতে দেশটির সুপ্রিম কোর্ট আতশবাজি পোড়ানোর ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে।


কোর্টের নির্দেশে বলা হয়েছে, দীপাবলি ও অন্যান্য উৎসবের সময়ে কেবলমাত্র রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আতশবাজি পোড়ানো যাবে। এছাড়া কেবল সবুজ আতশবাজি বিক্রির অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত।


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com